This is the title song for the Exclusive Music Video Album “Rajpothe Rubel”, which is released on 25th October 2012 from Sangeeta, Also there will be some songs in this album which are romantic, romantic Sad, Sad and folk. Besides, Singer Rubel tried to speak truth about our country present situation by this song, this song is written by S A SWEET and Tune by Rubel and Composed by Avijit Jitu.
রাজপথ
রাজপথে সেদিন মিছিল হল
গলিত লাশের গন্ধ চারিপাশ!!
শিরোনাম এসেছে খবরের কাগজে
গনতন্ত্র আর বেঁচে নেই!!
নিমগ্ন যোদ্ধা হাজার ফুলের অঞ্জলি হল
দাফন করার এক মুঠো মাটিত নেই!!!
ভূমিতে নাকি সন্ত্রাস হয়েছে
দখল হয়েছে দুর্নীতির কবলে!!
দে তোরা এনে দে আমায় একটি অপরাজয় বাংলা!!
দে তোরা এনে দে আমায় একটি সুপারজিতো স্বাধীনতা!!
দেখতে দেখতে চল্লিশটি বছর করে দিয়েছি পার
হয়েছে কি মানবতার মুক্তি, পেয়েছি কি স্বাধিকার!!
মৌলিক অধিকার লুণ্ঠিত হয় সরকার দলের হাতে
বিরোধী দলও বেস্ত শুধু হরতাল আর গারি ভাংচুর নিয়ে!!
হানাদার ছিল, ছিল পরাধিনতা
লাশ হয়েছে আমার দেশের সূর্য সন্তানেরা!!
তাইতো আজ কাঁদে আমার মা, আমার বাংলা…
যাদের আছে সবই আছে পাহাড় সমান সবি
দুদক যেন বিবেক বন্দি, বলতে গেলে নিজেই দোষী!!
সব ভাষণের একই ছবি, এই খানেতে নিরব কবি
মুক্তির মাঝে বন্দী আমি, বন্দী আমার বাক স্বাধীনতা!!
আবার কারো ভাত জোটেনা পাথর বাধে পেটে
সারা দেশের খাবার যেন নেতাদেরই লাগে!!
তাইতো আজ কাঁদে আমার মা, আমার বাংলা…
শুধু দেখছি পেয়েছি মোরা কেমন স্বাধীনতা
ধর্ষণ হবে, খুন হবে, এটায় স্বাধীনতা!!
বলছি যারা জাতির বিবেক জাতির যারা মাথা
প্রতি রাতেই রঙ্গিন কাপে ধর্ষিত হয় আমার স্বাধীনতা!!
তবুও তাদের বিচার হবেনা
বিচার হবেনা এটাই স্বাধীনতা!!
তাইতো আজ কাঁদে আমার মা, আমার বাংলা…
দে তোরা এনে দে আমায় একটি অপরাজয় বাংলা!!
দে তোরা এনে দে আমায় একটি সুপারজিতো স্বাধীনতা!!
রাজপথ
শিল্পিঃ রুবেল
কথাঃ এস এ সুইট
সুরঃ রুবেল
সংগীতঃ অভিজিৎ জিতু
(সংবিধিবদ্ধ সতর্ক করন – যারা দেশ প্রেম ভুলে দলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন এবং ধর্ম নিয়ে business করতে ভালবাসেন, তারা যদি গানটি দেখেন তাদের হার্ট স্ট্রোক করতে পারে!!)