Abar Hashimukh Lyrics।।Shironamhin Band।।Bangla new song।। #shironamhin #bd #noman #bangladesh #song

Song : Abar Hashimukh
Band : Shironamhin Band
Lyrics & Tune : Ziaur Rahman Zia
Ziaur Rahman : Bass, Sarod, Violin
Tanzir Tuhin : Vocal
Kazi Ahmad Shafin : Drums, Sarod
Diat Khan : Guitar
Rashel Kabir : Keyboard
Label : Shironamhin

সেই কবে ছিলো উচ্ছ্বাস,
কিছু শঙ্কায়ভরা চুম্বন
ছিলো প্রেমিকার ঘন নিঃশ্বাস,
হাসিমুখে ফোয়ারা।

এই অবেলায় ফোটা কাশফুল,
নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার
বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ,
হৃদয়ে ঢেউ ভাঙে চুপচুপ
যদি জাহাজের নাগরিক ঢেউ,
অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহুদূর যাও
একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।

রোদ্দুর..
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর
বুকের ভেতর ডানা ঝাপটায়
পাখি, বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।

বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি,
স্বপ্নের দিগন্ত রঙিন
ইচ্ছে হলেই এনে দিতে পারে
বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তোমাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।

রোদ্দুর..
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহুদূর
বুকের ভেতর ডানা ঝাপটায়
পাখি, বেপরোয়া ভাংচুর।

বৃষ্টি ভেজা সুখ-দুখ
খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়
জানালায় ছিল রোদ্দুর
মেঘ ভেসে গেল বহুদূর।

নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর, বহুদূর।

প্রতিটি রাস্তায়, প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেঁটে হেঁটে বহুদূর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *