চিড়িয়াখানার ভিতর সবথেকে ভালো লেগেছে এই উটপাখিগুলোকে। উটপাখি গুলোর এত কাছে যেতে পারছি যে তা আর অন্য কোন প্রানীর ক্ষেত্রে এত কাছে যাওয়া সম্ভব হয়নি। উটপাখি গুলো আমার থেকেও অনেক উচু। ক্যামেরার সামনে উটপাখিগুলোর মুখ এত বড় দেখা যাচ্ছিল এবং বাস্তবেও এত বড় মুখ যে আস্ত ক্যামেরা গিলে ফেলতে পারবে।
উটপাখিদের আফ্রিকার সাহারা মরূভূমির দক্ষিণের তৃণভূমি অঞ্চলে এদের বিচরণ। প্রায় ৯৯ লক্ষ্য ৮০ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস। উটপাখিদের ডিম পাখি বর্গের সবচেয়ে বড়। এরাই একমাএ পাখি যাদের পায়ে দুইটি আঙ্গুল রয়েছে। খাদ্যাভাসের দিক থেকে উটপাখি তৃদভোজী হলেও এরা অমেরুদন্ডী প্রনী শিকার করে। বিপদে পড়লে উটপাখি সাধারণত শুয়ে লুকিয়ে পড়ে অথবা দৌড়ে পালিয়ে যায়। কোনঠাসা হয়ে পড়লে শক্তিশালী পা দিয়ে লাথি দেয় বা শক্ত ঠোঁট দিয়ে ঠোকর দেয়। বিশ্বে উটপাখি পালন একটি লাভজনক ব্যবসা। বিশ্ববাজারে এর চামড়া, মাংস, পালক ইত্যাদির ব্যাপক চাহিদা রয়েছে।
#bangladeshnationalzoo #travelwithazad #zoo