জয় বাংলা , জয় বাংলা , জয় বাংলাদেশ
শিল্পীঃ এ আর রহমান
সুর ও সঙ্গীতঃ এ আর রহমান
কথাঃ জুলফিকার রাসেল
লিরিকঃ
পাহাড় এসে সূর্য এসে
আবার দেখে নিক
মুজিবের সেই তর্জনীটাই
আজও দেখায় দিক।
এক স্লোগানে মরতে জানে
দামাল ছেলের দল
তোমার মাঝে পাই যে খুঁজে
দারুণ মনোবল।
আজও শুনি বজ্রধ্বনি হাওয়ায় হাওয়ায় রেশ
‘জয় বাংলা’, ‘জয় বাংলা’, ‘জয় বাংলাদেশ’।
বাংলার মাটি সত্যিই খাঁটি গর্ব করে বলি
দেশ বিদেশে বীরের বেশে নিজের মতো চলি।
স্বপ্ন দেখার মন্ত্র শেখাও তুমি সেরা কবি
এক তুড়িতে প্রাণ উড়িয়ে আঁকি দিনের ছবি।
পূর্ব দেখে, পশ্চিম দেখে- লাল সবুজের দেশ
‘জয় বাংলা’, ‘জয় বাংলা’, ‘জয় বাংলাদেশ’।
আকাশ ভরা সূর্য তারা কোন সে দেশে নেই
থাকুক যতই, তোমার মতো এমন নেতা
নেই।
জীবন বেঁচে কে এনেছে নিজের মাতৃভাষা
স্বাধীনতার পরেই এলো বড় হবার আশা।
সবার জানা এক ঠিকানা শেখ মুজিবের দেশ
‘জয় বাংলা’, ‘জয় বাংলা’, ‘জয় বাংলাদেশ’।