সিলেট বিভাগের সর্বোচ্চ বিন্দু কালা পাহাড়ের অবস্থান মৌলভীবাজারের কুলাউরা উপজেলার কারমাদহ ইউনিয়নের বেগুণছড়া পুঞ্জিতে। এর উচ্চতা ১০৯৮ ফিট। গ্লোবাল লোকেশন N 24°24.586’ E 092°04.792’. এক দিনের ট্যুর হিসেবে আদর্শ একটি ট্যুর।
সিলেটের পাহাড় ভেবে কালা পাহাড় কে ছোট করবেন না। এই পাহাড়ের পরিবেশ অনেক বন্য, এই বন্য পরিবেশ আপনার সামর্থের যথেষ্ট পরীক্ষা নিবে।কালা পাহাড়ে যাবার ট্রেকিং পথটি অনেক সুন্দর। পাহাড়ে উঠার পথ একটা (পাহাড়ি পথ) কিন্তু নামার পথ দুইটা, ঝিরি পথ ও পাহাড়ি পথ ( ঝিরি পথে গেলেও আপনাকে বেশ কিছুটা পাহাড়ি পথ দিয়ে হাটতে হবে)। বেগুণছড়া পুঞ্জি থেকে গাইড নিতে হবে সেই আপনাদের পথ দেখিয়ে নিয়ে যাবে কালা পাহাড়ের চূড়ায়। মোটামোটি দুই থেকে আড়াই ঘন্টা লাগে। উঠতে নামতে মোট পাচ সারে পাচ ঘন্টা লাগে। আগেই বলেছি এই পাহাড়ের পরিবেশ বেশ বন্য, এর চূড়ার পরিবেশ ও ঠিক তেমনি বন্য। অন্যান্য পাহাড়ের চূরা থেকে যেমেন আসে পাশের পরিবেশ পরিষ্কার দেখা যায়, এর চূড়া থেকে তেমনটা দেখতে পারবেন না। মোট কথা আপনি যদি ভিউ চান তবে এই পাহাড় আপনার জন্য নয়, তবে যারা এডভেঞ্চার প্রিয় তাদের জন্য এ পাহাড় আদর্শ। কেন আদর্শ তা একটু পরেই বুঝতে পারবেন।
travelling partner : ঘুড্ডি
link :https://www.facebook.com/groups/1154501165091072/?ref=share
special thanks : সাজন ভাই , রাফা ভাই , মাজিদুল ভাই , জিহাদ ভাই , রিফাত ভাই , অনিক ভাই , ক্ষুদ্র ভাই
#sylhet
#travelvlog
#hill
#tracking
#vlog
#কালাপাহাড়
#সিলেট
#চাবাগান