Vorot Vayna | ভরত ভায়না | Travel Dairy | Khulna| Bangladesh Film Mart | Travel Bangladesh |

ভরত রাজার দেউল বা ভরত ভায়না সম্পর্কে হয়তো অনেকেরই জানা আছে! বিষ্ময়কর এক প্রাচীনতম নিদর্শন এটি। ১৮০০ বছরের পুরোনো হলেও প্রাচীন এ নিদর্শনটি আজও দর্শনার্থীদের মনে কৌতূহল জাগায়। ভরত রাজার দেউল দেখতে সবসময় পর্যটকরা সেখানে ভিড় জমায়।

ভরত ভায়না বা ভরতের দেউল ঢিবি নামেও পরিচিত এ নিদর্শনটি। এটি লম্বায় ৫০ ফুট এবং ব্যাসে ৯০০ প্রায় ৯০০ ফুট। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার একটি প্রত্নক্ষেত্র এটি। কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়নে অবস্থিত ভরত ভায়না গ্রামে গেলেই দেখা যাবে প্রাচীন এ নিদর্শন।
ফিল্ম মার্ট এই ভিডিওটি মালিক
www.filmmart.xyz
Sponsor SME BANGLADESH
www.smebangladesh.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *