#Kolkata_To_Bangladesh
My Instagram Id : https://www.instagram.com/mdfizz02/
কলকাতা থেকে বাংলাদেশ।
আপনি যদি বাংলাদেশে আসতে চান তাহলে কলকাতা শিয়ালদহ থেকে বনগাঁ হয়ে পেট্রাপোল-বেনাপোল হয়ে আসতে পারবেন – তবে শিয়ালদহ থেকে বনগাঁ ট্রেন ভাড়া ২০রুপি এর পর বনগাঁ থেকে অটো ভাড়া ৫০ রুপি তবে বর্ডারে কোনো রকমের টাকা পয়সা লাগে নাহ।
তবে আমি শিয়ালদহ থেকে গেদে হয়ে বাংলাদেশে যাওয়া আসা করি ভাড়া মাএ ৩০রুপি।
বর্ডারে আপনাকে যা করতে হবে –
বর্ডারে আসার পর আমাদের প্রথম কাজ হয় ভিসা-পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশন কক্ষে যাওয়া অনেক সময় একটি ফর্ম পূরণ করতে হয় আবার অনেক সময় হয় নাহ। ফর্মটি খুবই ছোট সেখানে আপনার নাম এবং পাসপোর্ট ভিসার ডেট লিখে জমা দিতে হয়।
এরপর আপনার পাসপোর্ট ভিসা নিয়ে তারা কম্পিউটরে চেক করবে এবং সেখানেই দেখবেন মানি এক্সচেঞ্জ দোকানগুলো তবে আপনি গুগলে রেট জেনেই ভারতের রুপি বাংলাদেশের টাকায় রুপান্তর করবেন।
এখানে কাজ সম্পুর্ন হতে ১০-১৫মিনিট সময় লাগে এরপরেই আমাদের বিএসএফ গেটে চেক করেই আমরা বাংলাদেশে পা দি বাংলাদেশেও সেম কাজটা করতে হয় সেখানেও আপনাকে ১০মিনিট মত ভিসা পাসপোর্টের কাজ গুলো করতে হয়।