নবাব শায়েস্তা খাঁর সেনাদল আরাকান মগরাজাদের কবল থেকে চট্টগ্রামকে স্বাধীন করার পর চট্টগ্রাম অঞ্চলে অনেক মসজিদ নির্মাণ করা হয়। শায়েস্তা খাঁর শাহি ফরমানে এসব মসজিদ নির্মিত হয়। চন্দনপুরা হামিদিয়া তাজ মসজিদ সেগুলোর একটি।
বন্দরনগরী চট্টগ্রামের চকবাজার ওয়ার্ডের সিরাজ-উদ-দৌলা সড়কে চন্দনপুরায় হামিদিয়া তাজ মসজিদের অবস্থান। দেশ-বিদেশে খ্যাতি রয়েছে মসজিদটির।
চট্টগ্রামের আইকনিক ছবি হিসেবে এই দৃষ্টিনন্দন মসজিদটির ছবি ব্যবহৃত হয়ে থাকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের বিভিন্ন প্রকাশনায়।
এছাড়া, জাপানের ‘এশিয়া ট্রাভেল ট্যুরস’ ম্যাগাজিনের প্রচ্ছদেও মসজিদটির ছবি ব্যবহৃত হয়েছে।
প্রায় ১৫০ বছরের বেশি আগে নির্মিত ঐতিহাসিক ‘চন্দনপুরা হামিদিয়া তাজ মসজিদ’ অপরিকল্পিত সংস্কারকাজে ফলে স্থাপত্যকলা বিনষ্ট হওয়ার পথে।
#chandonpura #chittagong #mosjid #Vlog #travelmama #chittagong #mama #travel #bangladesh
ˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍˍ
✅My Facebook ► https://www.facebook.com/travelmama71/
✅My Page ► https://www.facebook.com/travelmamabd71
✅My Instagram ► travelmamabd71
✅ E-Mail ► travelmamabd71@gmail.com
► photorubelbd@gmail.com