২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দেশাত্মবোধক গান।
০১.আমার সোনার বাংলা
০২.আমার ভাইয়ের রক্তে রাঙানো
০৩.সালাম সালাম হাজার সালাম
০৪.এক সাগর রক্তের বিনিময়ে
০৫.মোরা একটি ফুলকে বাঁচাবো বলে
০৬.ও আমার দেশের মাটি
০৭.পূর্ব দিগন্তে সূর্য উঠেছে
০৮.সোনা সোনা সোনা লোকে বলে সোনা
০৯.একতারা তুই দেশের কথা
১০.এই পদ্মা এই মেঘনা
গানগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের গানের ভূবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউল, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ৫ই আগষ্ট, ২০১০ খ্রিষ্টাব্দে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
⚠️ CopyrightCopyright disclaimer —-
I do not own any of the soundtrack.
This video was made for pure entertainment purpose. These copyrights belong to it’s rightful owners.
⚠️বিশেষ ঘোষণা : এই এলবাম টি তে যে গান গুলি ব্যবহৃত হয়েছে , সেগুলির কোনোটিরই মালিক আমার নই ।
আমার সাধারণত সঙ্গীত প্রেমী মানুষদের কিছু আনন্দ দেওয়ার জন্য এই ভিডিও টি তৈরি করেছি ।
⛔কপিরাইট সংক্রান্ত কোনো প্রবলেম হলে আমাদের সাথে অনুগ্রহ করে যোগাযোগ করুন । আমরা ২৪ ঘন্টার মধ্যে সেই গান টি আমাদের চ্যানেল থেকে ডিলেট করে দেব । ধন্যবাদ ।
➡️ Don’t Forget to subscribe our chennal
#International_Mother_Language_Day #21_February
#Dasatobodhok_Song #Jagoroner_Desher_Gaan #জাগরণের_গান #দেশাত্মবোধক_গান