TAKA ( টাকা) – Soumyadip Ghosh | Bangla Rap | Bgm – White Mamba | Official music video

I’m SOUMYA here…

Hope you guys enjoy it !!!

Song : TAKA (টাকা)
Lyrics & Singer & Editing : @Soumya ♪
BGM : @White Mamba

Follow me on Facebook : https://www.facebook.com/soumyadip.ghosh.7568596
Follow me on Instagram : _weird_jo_

‘TAKA’ lyrics –

টাকার গরম নাই
নাই কোনো শখ,
টাকার গরম নাই
মধ্যবিত্ত বাপ।
ঘামে ঘামে একান্তে
দিন খেয়ে চলে,
ওদের প্রচুর টাকা
লাথি মেরে চলে।

মধ্যবিত্ত-উচ্চবিত্ত
ভেদাভেদে শান্ত,
টাকা বিনা অচল দুনিয়া
তা তারা জানতো।
ছোটো থেকেই ইচ্ছাগুলো
পড়ে গেছে চাপা,
সমাজের আর কি হবে!
ভিত টাই তো ফাঁপা।

টাকার গরম নাই
নাই কোনো শখ,
টাকার গরম নাই
মধ্যবিত্ত বাপ।
প্যাশন-ফ্যাশন সব
তাদেরই মানায়,
আমরা এখনও বসে আছি
চাকরির তাড়নায়।

তারা বড়লোক
তারা টাকাতে অন্ধ,
পিছন টা খুলে দেখো
পাবে কালো গন্ধ।
টাকা দিয়ে দেশ কিনে
করবে উন্নতি ;
কালো টাকায় গড়বে দেশ
এই তো এখন গতি!

শক্তিশালী শক্তিহীনকে
গ্রাস করে যায়,
এটাই মোদের পোর্টফোলিও
বরাবরই রয়।
মধ্যবিত্ত নিম্নবিত্ত
খেটে মরে যায়,
রাজায়-রাজায় যুদ্ধে আবার
তারাই প্রাণ হারায়!

তুমি কেনো ; আমি কেনো ;
দেশই এখন অন্ধ,
টাকা ঝাড়ো, চলবে গাড়ি
নয়তো ঝাড়ি বন্ধ।
টাকার গরম নাই
নাই কোনো শখ,
টাকার গরম নাই
মধ্যবিত্ত বাপ।

পেটের জ্বালায় কাজে এসে
পেটে লাথি খায়,
রাতে খাটে শুয়ে শুয়ে
বালিশ ভেজায়।
ইচ্ছা-স্বপ্ন মিশে গেছে
সরলরেখায় –
তেল-জল একসাথে
কখনো মিশে যায়?

তারা বড়লোক
তারা টাকাতে অন্ধ,
পিছন টা খুলে দেখো
পাবে কালো গন্ধ।
টাকা যখন আছে তবে
ক্ষমতা রাজত্ব,
সবেতেই দূর্নীতি
চাপা পড়ে সত্য।

এভাবেই টাকা দিয়ে
চাপা পড়ে ধর্ষণ,
অপরাধী বেঁচে যায়
ফেমিনিস্ট ফেম পায় –
ভিক্টিম সেদিনও
ভিক্টিমই থেকে যায়,
কিছুদিন পর তাকে
সমাজ করে বর্জন।

শক্তিশালী শক্তিহীনকে
গ্রাস করে যায়,
এটাই মোদের পোর্টফোলিও
বরাবরই রয়।
চুপ করে বসে থাকো,
বোকাচোদা-বাল,
এভাবেই চলুক
দিয়ে রেশনের চাল!!!!!!

★New video : Every SUNDAY at 8:30 pm.

Thank you!! ❤🌠

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *