Crime Investigation News 21 | Chokher Arale | চোখের আড়ালে | পর্বঃ ০৫ | NEWS 21 BANGLA TELEVISION
……………………………
মুন্সিগঞ্জের গজারিয়ার টেংগারচর ইউনিয়নে চলছে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন , আর এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছে এখলাসুর রহমান । লোক মুখে শোনা যায় তার ব্যাপক সুনাম , আবার কারো মুখে শোনা যায় ভিন্য কথা , উঠেছে তার বিরুদ্ধে অভিযোগও , তার নাকি রয়েছে অনেক অবৈধ সম্পদ সহ বিভিন্ন অবৈধ ব্যাবসা, অনুসন্ধানে বেরিয়ে এসেছে অনেক চাঞ্চল্যকর তথ্য । নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় রয়েছে তার বুশরা মশার কয়েল নামে একটি কয়েল ফ্যাক্টরি । অবৈধ গ্যাস দিয়ে চলে এই মশার কয়েল ফ্যাক্টরি । তিতাসের চোখ ফাকি দিয়ে চলে যাচ্ছে এই কয়েল ফ্যাক্টরি । যার কোন অর্থ দেয়া হয় না তিতাস ট্রান্সমিশন গ্যাসকে। এতে করে বছরে কোটি টাকার অধিক সরকারী রাজস্য ফাকি দিয়ে দিব্রি চালিয়ে যাছে এ কয়েল ফ্যাক্টরি । গত ১২ ডিসেম্বর ২০২১ তিতাস ট্রান্সমিশন ও জেলা প্রশাসকের অভিযানে এই ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্য সহ ফ্যাক্টরিটির মালিক এখলাসুর রহমান কে ১লক্ষ টাকা করে জরিমানা করে । এ বিষয়ে তিতাস কর্মকর্তার সাথে কথা বলে যানা যায় দির্ঘদিন ধরে গ্যাস চুরি করে কোটি টাকার অধিক হাতিয়ে নিয়েছে এই বুশরা কয়েল ফ্যাক্টরির মালিক এখলাসুর রহমান । তার বিরুধ্যে গ্যাস চুরির মামলাও রয়েছে । অনুমোদন বিহিন এই কয়েল ফ্যাক্টরির ফলে এলাকার পরিবেশ দূষণ মানুষের জীবন ঝুকি সহ কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুকি বাড়ছে । যার বিরুধ্যে রয়েছে এমন সব অভিযোগ সে কিভাবে একজন জনপ্রতিনিধি হয় ?? প্রশ্ন আপনাদের কাছে !!! এখলাসুর রহমানের এই অবৈধ অপকর্মের বিষয় এলাকার মানুষের জনতার সম্মুখে আসলে তিনি কি আসলেই জনপ্রতিনিধি হওয়ার যোগ্য??কি মনে হয় আপনাদের প্রশ্ন আপনাদের কাছে।
……………………………
Website: https://news21bangla.tv/
YouTube: https://www.youtube.com/channel/UCek8PZ0o9GyWu81ZGM0Ouzg
Facebook: https://www.facebook.com/News21BanglaTv
#CrimeNews
#ChokherArale
#চোখের_আড়ালে
#পর্বঃ০৫
#investigation