ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের অনুরোধের প্রেক্ষিতে ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানান তিনি।
এর আগে গত রবিবার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের মহারাষ্ট্রে ফিরে আসা এক ব্যক্তি করোনাভাইরাস পজিটিভ হন। আর এর পরই ভারত সরকার বাংলাদেশসহ প্রায় অনেকগুলো দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ তালিকাভুক্ত করার বিষয়ে নির্দেশিকা জারি করে।
তবে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর হালনাগাদ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের নাম। আজ ৩০ নভেম্বর নতুন তালিকা দিয়েছে ভারত।
বিশ্বব্যাপী সরকারগুলো নতুন ওমিক্রন নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরও (ডিজিএইচএস) রবিবার ভেরিয়েন্ট নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য একটি নির্দেশিকা ঘোষণা করেছে।
Bangladesh excluded from India red list of foreign loans: Foreign Minister
Bangladesh has been excluded from the red list of travel to India in response to Bangladesh’s request, said Foreign Minister. AK Abdul Momen. He said this in a message on Tuesday.
Earlier on Sunday, a man returning to Maharashtra from South Africa tested positive for the coronavirus. After that, the Indian government issued guidelines to list many countries, including Bangladesh, as ‘at risk’.
However, the name of Bangladesh has been removed from the updated list of countries at risk due to the new variant of coronavirus Omicron. Today, November 30, India has given a new list.
Governments around the world have begun to take action to control the new Omicron. At the same time, the Department of Health Services of Bangladesh (DGHS) on Sunday announced a guideline for variant control and prevention.