দিনাজপুর জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। উপজেলার সংখ্যানুসারে দিনাজপুর বাংলাদেশের একটি “এ” শ্রেণীভুক্ত জেলা। দিনাজপুর জেলা উত্তরবঙ্গের ১৬টি জেলার মধ্যে বৃহত্তম। এই অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভারতীয় প্লেটের অংশ যা আদি জুরাসিক যুগে সৃষ্টি হওয়া গন্ডোয়ানাল্যান্ডের অংশ ছিল।
রংপুর থেকে দিনাজপুর জেলার ট্রেন ভাড়া জনপ্রতি 35 টাকা করে
ঢাকা থেকে দিনাজপুর এর ট্রেন ভাড়া চেয়ার কোচ এ ৪৬৫ টাকা ট্রেন পাবেন ( একোতা , দ্রুতযান এবং পঞ্চগড় এক্সপ্রেস )
দিনাজপুর জেলার মধ্যে থাকার জন্যে আবাসিক গুলোর ভাড়া পড়বে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে শুরু |
৬০০ থেকে ৭০০ টাকার মধ্যে একটা সারাদিন এর জন্যে অটো রিকশা ভাড়া করলে একদিন এর মধ্যেই আপনাদের ফুল দিনাজপুর শহর ঘুরিয়ে দেখাবে |
my name is Ayon das I’m basically from Rangpur, I’m on a mission to travel all The Districts of Bangladesh ( Mission 64 Districts )
support my work guys , be a member of Mission 64 Districts Subscribe my channel & share to everyone