PRAN Potato Cracker Presents Homework
যখন মোবাইল ছিল না, ভিডিও কল ছিল না, তখনও কিন্তু ভালবাসা ছিল।
তখনকার দিনে ভালবাসা আদান প্রদানের সবচেয়ে সুবিধাজনক মাধ্যম ছিল চিঠি।
SUBSCRIBE NOW:
www.youtube.com/PRANSnacksTime
STAY WITH FACEBOOK:
www.facebook.com/PranSnacksTime
১৯৯৩ সালে ক্লাস টেনে পড়া মইন তার ক্লাসমেট রুবিকে তার ভালবাসার কথাগুলো জানাতো হোমওয়ার্কের খাতার ভিতরে দেওয়া চিঠিগুলোর মাধ্যমে। মোবাইলে রং নাম্বারে কল চলে যাওয়ার মত একদিন এই চিঠি চলে যায় তাদের টিচার শায়লা ম্যাডামের কাছে। ধরা পড়ে যায় মইন।
তারপর কি হয় জানতে চোখ রাখুন RTV তে ঈদের পরদিন রাত ১১টা ০৫ মিনিটে