Dhadhar char gazipur | ধাধার চর গাজিপুর | Beautiful Bangladesh Travel video

ধাধার চর গাজিপুর | Dhadhar char gazipur
Beautiful Bangladesh Travel video
গাজীপুর – নরসিংদী জেলার সীমানায় শীতলক্ষ্যা-ব্রক্ষপুত্র-বানার নদের ত্রি-মোহনায় শত শত বছর পুর্বে প্রাকৃতিক ভাবে জেগে উঠা ধাধার চর সৌন্দয্যের অপরুপ লীলা ভূমি । গাজীপুর কাপাসিয়া উপজেলার রানীগঞ্জ-তারাগঞ্জ অঞ্চলের মাঝ খানে সাড়ে ৩ মাইল দৈর্ঘ্য এবং ১ মাইল প্রস্থ্য এই ধাধার চর।
আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ বহুকাল যাবত উত্তরাধীকার সূত্রে পাওয়া চরের জমিনে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। দুটি জেলার হাজার হাজার মানুষ ধাধার চরে উৎপাদিত শাক-সব্জী ও মৌসুমী ফলের উপর নির্ভরশীল।
তাছাড়া দেশের অন্যতম পর্যটন এলাকা হিসেবে ধাধার চরের ব্যাপক খ্যাতি ও পরিচিতি রয়েছে। এখানে দেশ-বিদেশের হাজার হাজার ভ্রমন পিপাসুদের আগমন ঘটে। এ স্থানটি আর্কষনীয় পিকনিক ও সুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চার দিকে নদী ব্যাষ্টিত থাকায় নৌ-বিহারের জন্য এটা একটি মনোরম স্থান।
#visitbangladesh #travelbangladesh #beautifulbangladesh
#knowbangladesh #triptobangladesh

link to Follow and update –

like our facebook page – https://www.facebook.com/VromonBondhu.bd/

join our facebook group – https://www.facebook.com/groups/VromonBondhu/

follow us on twitter – https://twitter.com/VromonBondhu

follow us on tumblr – https://vromonbondhu.tumblr.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *