Abar Elo Je Shondha (Movie – Ghuddi) – Bangla Classic Movie Song

গান: আবার এলো যে সন্ধ্যা
ভোকাল: হ্যাপী আখন্দ
মুভি: ঘুড্ডি

********************

চলো না ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে

আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে

ঝাউ বনে হাওয়াগুলো খেলছে
সাঁওতালি মেয়েগুলো চলছে
লাল লাল শাড়ীগুলো উড়ছে
তার সাথে মন মোর দুলছে

ঐ দুর আকাশের প্রান্তে
সাত রঙা মেঘ গুলো উড়ছে।

আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে

এই বুঝি বয়ে গেল সন্ধ্যা
ভেবে যায় কি জানি কি মনটা
পাখিগুলো নীড়ে ফিরে চলছে
গানে গানে কি যে কথা বলছে

ভাবি শুধু এখানেই থাকবো
ফিরে যেতে মন নাহি চাইছে।

আবার এলো যে সন্ধ্যা
শুধু দু’জনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *